মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১১

আলো নিয়ে খেলো! ;);)

আমি ফটোগ্রাফিং পারি না...ভাল ক্যামেরাও নাই, খুবই নরমাল একটা ডিজিক্যাম। গরীবের শখ থাকতে নাই, তাও এই ক্যামেরা নিয়াই কিছু একটা করার চেষ্টা করি আর কি! /:) /:)


একদিন রাতে বের হৈছিলাম রাতের ঢাকার ছবি তুলব বইলে। কিন্তু হাতের কাপাকাপির চোটে কি তুলতে গিয়া কি তুল্লাম, কি করতে গিয়া কি যে হইল, কিছুই বুঝলাম না...হেহহেহহেহহেহ!:P:P

আপনারা দেখেন তো কিছু বুঝেন কিনা, বুঝলে জানাইয়েন।;);)

১।
___আলোকচক্র

২।
___উৎসবের উৎসাহে

৩।
___টইং

৪।
___

৫।
___নীলাভ

৬।
___বায়ুকল

৭।
___আলোরছটা

৮।
___অলীক সর্প

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন