আমি ফটোগ্রাফিং পারি না...ভাল ক্যামেরাও নাই, খুবই নরমাল একটা ডিজিক্যাম। গরীবের শখ থাকতে নাই, তাও এই ক্যামেরা নিয়াই কিছু একটা করার চেষ্টা করি আর কি!
একদিন রাতে বের হৈছিলাম রাতের ঢাকার ছবি তুলব বইলে। কিন্তু হাতের কাপাকাপির চোটে কি তুলতে গিয়া কি তুল্লাম, কি করতে গিয়া কি যে হইল, কিছুই বুঝলাম না...হেহহেহহেহহেহ!

আপনারা দেখেন তো কিছু বুঝেন কিনা, বুঝলে জানাইয়েন।

১।
___আলোকচক্র
২।
___উৎসবের উৎসাহে
৩।
___টইং
৪।
___ক
৫।
___নীলাভ
৬।
___বায়ুকল
৭।
___আলোরছটা
৮।
___অলীক সর্প
একদিন রাতে বের হৈছিলাম রাতের ঢাকার ছবি তুলব বইলে। কিন্তু হাতের কাপাকাপির চোটে কি তুলতে গিয়া কি তুল্লাম, কি করতে গিয়া কি যে হইল, কিছুই বুঝলাম না...হেহহেহহেহহেহ!
আপনারা দেখেন তো কিছু বুঝেন কিনা, বুঝলে জানাইয়েন।
১।
___আলোকচক্র
২।
___উৎসবের উৎসাহে
৩।
___টইং
৪।
___ক
৫।
___নীলাভ
৬।
___বায়ুকল
৭।
___আলোরছটা
৮।
___অলীক সর্প
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন