বুধবার, ১৭ আগস্ট, ২০১১

প্রেম বড়?? নাকি বন্ধুত্ব??!!

Jony
01**1600555


মোবাইলের ফোনবুকে একটি নাম্বার খুজতে গিয়ে স্ক্রল করতে করতে এই নাম্বারটায় এসে আটকে গেল সানি। কতদিন জনির সাথে কথা হয় না!!!

জনির সাথে সানির বন্ধুত্বের সূচনা সেই ক্লাস থ্রি থেকে। সেই বন্ধুত্ব এমনি ছিল যে কেউ কাউকে ছাড়া এক মিনিটও থাকত না!! ক্লাসে সব সময় একসাথে বসত, একই স্যারের সাথে কোচিং করত, বাসা একই এলাকায় হওয়ায় সবসময় স্কুল-কোচিং এ আসা-যাওয়া করত একসাথেই। খেলাধুলাতেও সব সময় দুইজন একই টিমে থাকত।
http://amarbornomala.com/uploadedimage/721966897910_044f3eb81c.jpg

নামে মিল থাকায় অনেকেই ওদেরকে দুইভাই মনে করত। এখনো অনেক পুরানো ক্লাসমেটের সাথে দেখা হলে তারা সানিকে জিজ্ঞাসা করে, “কিরে তোর ভাই জনির খবর কি??”!!!

জামা-কাপড় যাই কিনত ওরা একই রকম কেনার চেস্টা করত।

আসলেই ওরা দুইভাইয়ের মতই ছিল।

হ্যাঁ......“ছিল” বলতে হচ্ছে!!! কারন এখন আর ওদের মধ্যে কোন যোগাযোগ নেই!!

জনি-সানির বন্ধুত্বটা পুরো জমাট ছিল ভার্সিটিতে ভর্তি হওয়ার আগ পর্যন্ত।
ওদের মধ্যে দুরত্ব কিছুটা বাড়ে যখন সানি ভার্সিটিতে ভর্তি হয়ে যায় আর জনি পরের বছর আবার ভর্তি পরীক্ষা দেবার জন্য বাসায় বসে পরে। সানি ক্লাস-প্রেজেন্টেশন নিয়ে বিজি থাকত।
তারপরও সপ্তাহে ৩-৪ দিন দেখা হতই।

এরপর জনিও ভার্সিটিতে ভর্তি হয়ে যায়। সাপ্তাহিক দেখা-সাক্ষাতের পরিমান কমে ২-৩ দিন হয়ে গেল!!!

এরমধ্যে জনির জীবনে এক নারীর আগমন ঘটে......ঘটনার শুরু এখানেই!!

এরপর থেকে জনিকে যখনই ফোন দিত কিছু কমন রিপ্লাই পাওয়া শুরু করল সানি......
--নারে দোস্ত, আজকে আড্ডা দিতে পারব না, কালকে ক্লাস টেস্ট আছে।
--নাহ দোস্ত, অনেক পড়া বাকি আছে, সামনে পরীক্ষা।
--আমি এক ক্লাসমেটের বাসায় যাচ্ছিরে, গ্রুপ স্টাডি করব।
ইত্যাদি ইত্যাদি ইত্যাদি!!!

২-৩ সপ্তাহ পরপর ১দিন হয়ত আসত জনি, কিন্তু এসেই নানা বাহানায় আধা-এক ঘন্টা আড্ডা দিয়েই চলে যেত।

সানির মাথায়ই আসত না কাহিনীটা কি??!!

একদিন সব বন্ধুরা মিলে চেপে ধরে জনিকে।
--তোর কি হইছে বল। আমাদের এমনভাবে ইগনোর করিস কেন??
--কই নাতো, স্টাডি নিয়ে একটু বিজি থাকি আরকি!!
--ওই হালা, তুই কি একাই স্টাডি করছ?? আমরা করি না??!!!

এরপর আরো চেপে ধরতেই আমতা আমতা করে যা শোনায় জনি তার সারমর্ম হচ্ছে—
“জনির গার্লফ্রেন্ড চায় না যে ও আড্ডা দিয়ে সময় নস্ট করুক, আড্ডা দেয়া নাকি বাজে ছেলেদের কাজ!! জনি আমাদের সাথে মিশুক এটা চায় না ঐ মেয়ে!!”

--তোরা আমাকে মাফ করে দিস দোস্ত। আমি ওকে অনেক ভালবাসি। কত কস্ট করে ওর আর আমার ফ্যামেলীকে আমি আমাদের রিলেশনটা আক্সেপ্ট করাইছি-তোরা তা ভাবতেও পারবি না!! আমি ওকে কস্ট দিতে চাই না, ওকে হারাতে চাই না!!

স্তব্ধ হয়ে যায় সানি!! কি বলবে ও?? যে বন্ধু ওদের ১২ বছরের ফ্রেন্ডশিপকে গুডবাই জানাতে চাচ্ছে একটা মেয়ের জন্য যার সাথে ওর রিলেশনের বয়স ১ বছরও পেরোয়নি—সে বন্ধুকে কি বলার থাকে???!! বন্ধুত্বের চেয়েও কি প্রেম বড় হয়ে গেল তোর কাছে??!!


এরপর থেকে সানি আর জনিকে ডিস্টার্ব করেনি। জনিও ভুলেও ওদের সাথে আর কোন কন্টাক্ট করেনি!!

এই জনি কি সেই জনি যার জন্য কোনদিনও একা একা টিফিন খায়নি সানি, ওকে ছাড়া একা কোথাও যায়নি!!

চোখে কোনায় পানি জমে ওঠে সানির।
http://amarbornomala.com/uploadedimage/49241302022.jpg

“যাক আজকে জনিকে একটা ফোন করে দেখি। আজকে তো ফ্রেন্ডশীপ ডে। উইশ করি ওকে। দেখি দেখা করে কিনা” চোখ মুছতে মুছতে ডায়াল বাটনে চাপ দিয়ে ফোনটা কানে লাগায় সানি।

দুঃখিত, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে, অনুগ্রহ করে............


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ⓉⓊⓇⓏⓄ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন