আমার ঘুরে বেড়ানোর শখ প্রবল। ইচ্ছা হলেই বেড়িয়ে পড়ি ঘুরতে......
বাংলাদেশের অনেক দর্শনীয় জায়গাই ঘোরা হয়ে গেছে আমার। এরই ধারাবাহিকতায় দুইদিন আগে ঘুরে এলাম রাঙ্গামাটি-বান্দরবান থেকে।
বান্দরবানকে বলা হয় বর্তমানে বাংলাদেশের সবচেয়ে অপরুপ স্থান। অনেকদিন ধরেই ইচ্ছা ছিল বান্দরবান ঘুরতে যাব। কিন্তু ব্যাটে-বলে হচ্ছিল না। এইবার আর বল মিস করিনি আমি, সোজা ছক্কা হাকিয়ে দিলাম!!!

এক সন্ধ্যায় বন্ধুদের আড্ডায় নেয়া সিদ্ধান্তে পরেরদিন সন্ধ্যায় রাঙ্গামাটি-বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেই আমরা ৭ জন.........
রাঙ্গামাটিতে পুরো একদিন, বান্দরবানে দেড়দিন আর চট্টগ্রাম শহরে একটি সন্ধ্যা কাটিয়ে ঢাকায় ফিরে আসলাম।
রাঙ্গামাটি বেশ সুন্দর জায়গা। কাপ্তাই লেকের পারে অবস্থিত এই পার্বত্য জেলাটিতে ঘুরতে হয় একটি জলযান ভাড়া নিয়ে। আমরা একটি ট্রলার ভাড়া নিয়েছিলাম। ৫-৬ ঘন্টা লাগে পুরা রাঙ্গামাটি ঘুরতে। এখানকার শুভলং ঝর্ণা, লেকের দুই পাড়ের দৃশ্য আর ঝুলন্ত সেতু আপনাকে ব্যপক আনন্দ দেবে নিশ্চিত।
আপনাদের সাথে আমার তোলা রাঙ্গামাটির কিছু ছবি শেয়ার করছি।
এই ফাকে বলে রাখি ছবি তোলা আমার শখ, তবে খুব সাধারন মানের ১০ মেগাপিক্সেলের একটি ডিজিটাল ক্যামেরা দিয়ে এই শখ খুব ভালভাবে পূরণ করা যায় না। কিন্তু কি আর করা। গরীব মানুষ, এসএলআর এখনো বহু দূর আকাশের তারা আমার কাছে!! তাই দুধের স্বাধ ঘোলে মেটাই, মানে মেটানোর চেস্টা চালাই আরকি!!






রাঙ্গামাটি থেকে বান্দরবান দুইভাবে যাওয়া যায়। একটি হল রাঙ্গামাটি থেকে চিটাগং হয়ে বান্দরবান, এতে সময় বেশি লাগে ভাড়াও বেশি লাগে, কিন্তু নিরাপদে যাওয়া যায়।
অপরদিকে আরেকটি উপায় হল রাঙ্গামাটি থেকে সরাসরি বান্দরবান যাওয়া এতে, লোকাল বাসে করে, পাহাড়ী অনিরাপদ রাস্তা দিয়ে, রাস্তায় চন্দ্রঘোনা নদী ফেরী দিয়ে পার হতে হয়। তবে এই পথের সুবিধা হচ্ছে সময় একটু কম লাগে আর ভাড়া অর্ধেক কম প্রথম রাস্তার তুলনায়।
আমরা দ্বিতীয় পদ্ধতিতে বান্দরবান গিয়েছিলাম।

রাঙ্গামাটি থেকে বান্দরবানের পথের কিছু ছবি—


আজকে এই পর্যন্তই......বান্দরবানের বর্ননা আর ছবি পাবেন আগামী পোস্টে

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ⓉⓊⓇⓏⓄ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বাংলাদেশের অনেক দর্শনীয় জায়গাই ঘোরা হয়ে গেছে আমার। এরই ধারাবাহিকতায় দুইদিন আগে ঘুরে এলাম রাঙ্গামাটি-বান্দরবান থেকে।
বান্দরবানকে বলা হয় বর্তমানে বাংলাদেশের সবচেয়ে অপরুপ স্থান। অনেকদিন ধরেই ইচ্ছা ছিল বান্দরবান ঘুরতে যাব। কিন্তু ব্যাটে-বলে হচ্ছিল না। এইবার আর বল মিস করিনি আমি, সোজা ছক্কা হাকিয়ে দিলাম!!!
এক সন্ধ্যায় বন্ধুদের আড্ডায় নেয়া সিদ্ধান্তে পরেরদিন সন্ধ্যায় রাঙ্গামাটি-বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেই আমরা ৭ জন.........
রাঙ্গামাটিতে পুরো একদিন, বান্দরবানে দেড়দিন আর চট্টগ্রাম শহরে একটি সন্ধ্যা কাটিয়ে ঢাকায় ফিরে আসলাম।
রাঙ্গামাটি বেশ সুন্দর জায়গা। কাপ্তাই লেকের পারে অবস্থিত এই পার্বত্য জেলাটিতে ঘুরতে হয় একটি জলযান ভাড়া নিয়ে। আমরা একটি ট্রলার ভাড়া নিয়েছিলাম। ৫-৬ ঘন্টা লাগে পুরা রাঙ্গামাটি ঘুরতে। এখানকার শুভলং ঝর্ণা, লেকের দুই পাড়ের দৃশ্য আর ঝুলন্ত সেতু আপনাকে ব্যপক আনন্দ দেবে নিশ্চিত।
আপনাদের সাথে আমার তোলা রাঙ্গামাটির কিছু ছবি শেয়ার করছি।
এই ফাকে বলে রাখি ছবি তোলা আমার শখ, তবে খুব সাধারন মানের ১০ মেগাপিক্সেলের একটি ডিজিটাল ক্যামেরা দিয়ে এই শখ খুব ভালভাবে পূরণ করা যায় না। কিন্তু কি আর করা। গরীব মানুষ, এসএলআর এখনো বহু দূর আকাশের তারা আমার কাছে!! তাই দুধের স্বাধ ঘোলে মেটাই, মানে মেটানোর চেস্টা চালাই আরকি!!
রাঙ্গামাটি থেকে বান্দরবান দুইভাবে যাওয়া যায়। একটি হল রাঙ্গামাটি থেকে চিটাগং হয়ে বান্দরবান, এতে সময় বেশি লাগে ভাড়াও বেশি লাগে, কিন্তু নিরাপদে যাওয়া যায়।
অপরদিকে আরেকটি উপায় হল রাঙ্গামাটি থেকে সরাসরি বান্দরবান যাওয়া এতে, লোকাল বাসে করে, পাহাড়ী অনিরাপদ রাস্তা দিয়ে, রাস্তায় চন্দ্রঘোনা নদী ফেরী দিয়ে পার হতে হয়। তবে এই পথের সুবিধা হচ্ছে সময় একটু কম লাগে আর ভাড়া অর্ধেক কম প্রথম রাস্তার তুলনায়।
আমরা দ্বিতীয় পদ্ধতিতে বান্দরবান গিয়েছিলাম।
রাঙ্গামাটি থেকে বান্দরবানের পথের কিছু ছবি—
আজকে এই পর্যন্তই......বান্দরবানের বর্ননা আর ছবি পাবেন আগামী পোস্টে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ⓉⓊⓇⓏⓄ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন